৫ বছরে বিটিসিএলের লোকসান ৪২৩ কোটি টাকা
ঢাকা: গত পাঁচ বছরে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) লোকসানের পরিমাণ ৪২৩ কোটি ১২ লাখ টাকা বলে সংসদকে জানিয়েছেন সংসদ কাজে দায়িত্বপ্রাপ্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী (ডাক ও টেলিযোগাযোগ দায়িত্বপ্রাপ্ত) ওবায়দুল কাদের।
মঙ্গলবার সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “বিটিসিএল শুরুতে ২০০৮-০৯ অর্থ বছরে ১০৬ দশমিক ১৫ কোটি টাকা লাভ করে। কিন্তু এর পরে তিন বছর লোকসান চলতে থাকে। তবে ২০১২-১৩ অর্থ বছরে মাত্র ৫ দশমিক ১৪ কোটি টাকা লাভের মুখ দেখলেও ২০১৩-১৪ অর্থ বছরে কোম্পানীটি লোকসান করে ৩৭৯ দশমিক ৫৬ কোটি টাকা। সে কারণে ২০১৪ সাল নাগাদ এর নিট লোকসান ৪২৩ দশমিক ১২ কোটি টাকা।”
দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, “বর্তমানে মোবাইল অপারেটর কোম্পানীগুলোর সর্বোচ্চ গ্রাহক সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ৬৬২। এর মধ্যে গ্রামীণ ফোনের ৫ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৫৬০, রবি আজিয়াটার ২ কোটি ৬৪ লাখ ১৪ হাজার ১৯৭, বাংলা লিংক ৩ কোটি ১৫ লাখ ১৫ হাজার ৬৫, এয়ারটেল ৭৯ লাখ ৪৩ হাজার ৬১৫, প্যাসিফিক বাংলাদেশ টেলিটক লিমিটেড ১২ লাখ ৬৩ হাজার ১৭১ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৩৯ লাখ ২২ হাজার ৫৪টি।”
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম