বাংলাদেশ ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার বাংলাদেশ ব্যাংক ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে প্রধান কার্যালয় এবং মতিঝিল অফিসের প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, ক্লাব নেতারাসহ ঊধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম