রানা প্লাজা, তাজরিন শ্রমিকরা ক্ষতিপূরণ পায়নি
ঢাকা: বাংলাদেশ সরকার, বিজিএমইএ ও বিকিএমইএ রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টেস শ্রমিকদের ক্ষতিপূরণ এখনও দেয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সদস্য হাজেরা সুলতানা এমপি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের পঞ্চম জাতীয় কাউন্সিল সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “শ্রম আইন মোতাবেক যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো পরিচালিত হত, নারী-পুরুষের মজুরির মধ্যে সাম্য থাকত। তবে শ্রমিকদের দাবি আদায়ের জন্য মাঠে নামতে হয় না।”
সমাবেশে বক্তারা সাত দফা দাবি তুলে ধরে অবলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার আহবান জানান।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল নেত্রী ( জাসদ ) শিরীন আখতার এমপি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, শফিকুল ইসলাম শামীম, সুমাইয়া ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম