News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৮, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১২, ১৭ জানুয়ারি ২০২০

৫১ নিহত শ্রমিকের ওয়ারিশকে বীমার চেক হস্তান্তর

৫১ নিহত শ্রমিকের ওয়ারিশকে বীমার চেক হস্তান্তর

ঢাকা: পোশাক শিল্পে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৫০ কারখানার ৫১ জন শ্রমিকের ওয়ারিশদের হাতে গ্রুপ বীমার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিজিএমইএর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ)।

সংগঠনটির সভাপতি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি মন্ত্রী নিহত পোশাক শ্রমিকদের ওয়ারিশদের হাতে গ্রুপ বীমার চেক তুলে দেন।

তবে ওয়ারিশদের মাঝে কত টাকার বীমা চেক হস্তান্তর হয়েছে এবং শ্রমিকরা কবে কোথায় কীভাবে মারা গেছেন তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকা একাধিক নেতাকে ফোন করেও পাওয়া যায়নি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজিএমইএ দ্বিতীয় সহ-সভাপতি এসএম মান্নান (কচি), সহ-সভাপতি মো. শাহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, পরিচালক মো. মশিউল আজম (সজল), পরিচালক সৈয়দ সাদেক আহমেদ, পরিচালক বিদিয়া অমৃত খান এবং নিহত পোশাক শ্রমিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়