News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪১, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১২, ১৭ জানুয়ারি ২০২০

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ব্র্যাক ব্যাংক

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার কারণে বুধবার কোম্পানিটির শেয়ারের কোনো মূল্যসীমা থাকবে না। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর ব্যাংকটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে তিন টাকা ১৩ পয়সা। আর নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২৭ টাকা ১৯ পয়সা।

জানা গেছে, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ এপ্রিল, সকাল ১০টায়, ব্র্যাক-সিডিএম, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়