হরতাল-অবরোধে ক্ষতি বাজেটের অর্ধেক ছাড়িয়ে গেছে
চলমান হরতাল-অবরোধে দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ চলতি অর্থবছরের মোট বাজেটের অর্ধেক ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার অনলাইন নিউজ পোর্টাল টাইমওয়াচ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কাজী আকরাম।
রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হলে সংলাপে বসতে আমরা সরকারকে চাপ দেব।"
আলোচনা সভায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতায় আবাসন খাত গত বছর কিছুটা স্বাভাবিক হলেও এখন তা বিলীন হয়ে যাচ্ছে।
টুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জামিউল আহমেদ বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার প্রথম শিকার পর্যটন খাত।
সভার সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইমওয়াচের উপদেষ্টা সম্পাদক বজলুর রায়হান।
সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী দ্বীন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম