সিঙ্গেল ডিজিট সুদে পুনঃঅর্থায়নের দাবি রিহ্যাবের
ঢাকা: আবাসন খাতের মন্দা কাটাতে সিঙ্গেল ডিজিট সুদের পুনঃঅর্থায়ন প্রচলন করার দাবি জানিয়েছে এ খাতের একমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে রিহ্যাব নেতারা এ দাবি জানান।
রিহ্যাব নেতারা বলেন, “প্রায় দুই যুগ ধরে আবাসন সমস্যা সমাধানে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে বেসরকারি উদ্যোক্তরা। যার প্রভাব রয়েছে জিডিপিতে। কিন্তু এই আবাসন খাত আজ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে স্থবিরতা বিরাজ করছে সম্ভবনাময় এই খাতে।”
আর সংকট দূর করতে পুনরায় সিঙ্গেল ডিজিট সুদে রি-ফাইন্যান্সি চালুসহ বেশি কিছু দাবি জানিয়েছেন তারা।
এসময় এসকে সুর চৌধুরী সিঙ্গেল ডিজিট সুদের অর্থায়ন চালু ব্যাপারে সরকারের নীতির কথা তুলে ধরেন। সরকার নির্দেশনা দিলে এ ঋণ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি। আবাসনকে উৎপাদনশীল খাত উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যক্তি পর্যায়ে ঋনের পরিমান বাড়িয়েছে এমন কথাও বলেন এস কে সুর চৌধুরী।
রিহ্যাবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন। প্রতিনিধি দলে রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি রবিউল হক, সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া এবং কোষাধ্যক্ষ প্রকৌশলী সরদার আমীন উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম