News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৯, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১২:১১, ১৮ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় নীতি ভঙ্গের অভিযোগ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় নীতি ভঙ্গের অভিযোগ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নীতিমালা ভঙ্গের অভিযোগ দায়ের করেছে ইন্দোনেশিয়া। অভিযোগে বলা হয়েছে, কাগজ রফতানিতে শাস্তিমূলক শুল্ক আরোপ (অ্যান্টি-ডাম্পিং) করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, বাণিজ্য বিষয়ক অভিযোগ ডব্লিউটিওতে উত্থাপিত হওয়ার পর দুই পক্ষই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। এ ক্ষেত্রে কোনো ধরনের মামলার প্রক্রিয়ায় না গিয়ে একটি সমাধানে আসতে হয়। এএফপি।

যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ডাম্পিং কার্যক্রম নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার অনুরোধের বিষয়টি ডব্লিউটিও অবগত বলে জানিয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে ১৬০টি সদস্য দেশকে সমান সুবিধা দেওয়ার স্বার্থে নিজেদের নীতিমালা তৈরি করেছে ডব্লিউটিও। সেক্ষেত্রে বাণিজ্য বিষয়ক অভিযোগ আসার ৩০ দিনের মধ্যে আলোচনা শুরু করতে হয়। আর এ অলোচনা সাধারণত দুই মাসের বেশি অব্যাহত থাকে না। আলোচনার মাধ্যমে কোনো সমাধানে না হলে অভিযোগকারী পক্ষ থেকে বিশেষজ্ঞদের একটি প্যানেলকে বিষয়টি পর্যালোচনার অনুরোধ জানাতে পারে। পর্যালোচনা শেষে প্যানেল ওই বিষয়ে একটি রায় দিয়ে থাকে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়