News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১১, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১২:১১, ১৮ জানুয়ারি ২০২০

সাত বেসরকারি ব্যাংকের কাছে ২৩২ কোটি টাকার আয়কর পাওনা

সাত বেসরকারি ব্যাংকের কাছে ২৩২ কোটি টাকার আয়কর পাওনা

দেশের সাতটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে পাওনা আয়কর আদায়ে রাজস্ব বোর্ডকে উচ্চ আদালতের শরণাপন্ন হতে সুপারিশ করেছে সরকারি হিসাব কমিটি। সাতটি বেসরকারি ব্যাংকের কাছ ২৩২ কোটি ২৪ লাখ টাকার আয়কর পাওনা রয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে রোববার এই সুপারিশ করা হয়। এসব আপত্তি নিয়ে মামলায় নিম্ন আদালত ব্যাংকগুলোর পক্ষে রায় দেওযায় জাতীয় রাজস্ব বোর্ডকে উচ্চ আদালতে যাওয়ার সুপারিশ করে হিসাব কমিটি।

জানা যায়, পাঁচটি ব্যাংকের বিষয়ে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের মহাহিসাব নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদনযোগ্য খরচকে মোট আয়ের সঙ্গে যোগ না করায় এই ব্যাংকগুলোর কাছ থেকে আয়কর বাবদ সরকারের ১৭২ কোটি ২৮ লাখ টাকা কম আদায় হয়েছে।

এর মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে ৫৭ কোটি ৭১ লাখ, প্রাইম ব্যাংকের কাছ থেকে ৩৭ কোটি ৬৫ লাখ, সাউথইস্ট ব্যাংকের কাছ থেকে ৩৪ কোটি ৭৮ লাখ, পূবালী ব্যাংকের কাছ থেকে ১৮ কোটি ২৩ লাখ ও এক্সিম ব্যাংকের কাছ থেকে ২৩ কোটি ৮৮ লাখ টাকা সরকারের পাওনা রয়েছে।

এছাড়া বাদযোগ্য সীমাতিরিক্ত খরচ করে মোট আয় হ্রাস করায় আয়কর বাবদ স্ট্যান্ডার্ড ব্যাংক ৫৫ কোটি ৮৩ লাখ টাকা এবং অননুমোদিত খরচকে মোট আয়ের সঙ্গে যোগ না করে ইসলামী ব্যাংক ৪ কোটি ১৩ লাখ টাকা পাওনা থেকে সরকারকে বঞ্চিত করেছে।

কমিটি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে পরামর্শ করে এসব মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে।
                           
মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাস, রেবেকা মমিন, মঈন উদ্দীন খান বাদল, এ কে এম মাঈদুল ইসলাম ও ওয়াসিকা আয়েশা খান অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়