News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৮, ১৪ নভেম্বর ২০২৪

দুর্বল ৭ ব্যাংক সহায়তা পেল ছয় হাজার ৫৮৫ কোটি টাকা

দুর্বল ৭ ব্যাংক সহায়তা পেল ছয় হাজার ৫৮৫ কোটি টাকা

৭ ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

 তারল্য সংকটে থাকা দুর্বল সাত ব্যাংক পেয়েছে ছয় হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা। এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সবল ৯ ব্যাংক এই আর্থিক সহায়তা দিয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সবল সাতটি ব্যাংক থেকে ব্যাংকটি পেয়েছে দুই হাজার ৯৫ কোটি টাকা। 

এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক এক হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক হাজার কোটি, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ২৯৫ কোটি টাকা পেয়েছে।

যেসব ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো—সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পুবালী ব্যাংক, ঢাকা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়