News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৭, ২৪ মে ২০২১

পুঁজিবাজারে সূচক উত্থান লেনদেন ১৮০০ কোটি টাকা

পুঁজিবাজারে সূচক উত্থান লেনদেন ১৮০০ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন ১৮ শত কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। 
সোমবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে এক হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৪১টির, কমেছে ৬৬টির এবং পরিবর্তন হয়নি ৫৫টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৪২ দশমিক ৯১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ২২ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ১৭২ দশমিক ৯৪ পয়েন্টে ও এক হাজার ২৬৯ দশমিক ৯২ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, পাইনিওর ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ার, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ফিড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, রিপাবলিক ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট।
অপর পুঁজিবাজার সিএসইতে সোমবার লেনদেনের পরিমাণ ৯৮ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৩৫ দশমিক ৬৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১২ দশমিক ১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬৮ দশমিক ৪৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১০৪ দশমিক ৬৬ পয়েন্ট ও সিএসআই সূচক ১০ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬৫ দশমিক ৮৭ পয়েন্টে, ১২ হাজার ৮০৮ দশমিক ৮৪ পয়েন্টে, ১০ হাজার ২০৪ দশমিক ৪৬ পয়েন্টে ও ১ হাজার ৩৪ দশমিক ২৫ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়