News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০১, ২৩ মে ২০২১
আপডেট: ১৬:০২, ২৪ মে ২০২১

পুঁজিবাজারে লেনদেন সময়সীমা বাড়ল

পুঁজিবাজারে লেনদেন সময়সীমা বাড়ল

পুঁজিবাজারে লেনদেনের সময় আরও ৩০ মিনিট বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামি সোমবার থেকে পুঁজিবাজারে ৩০ মিনিট সময় বেশি লেনদেন হবে। রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।
এদিক করোনাভাইরাস (কোভিড ১৯) রোধে চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় ব্যাংকের মতো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩০ মে পর্যন্ত সীমিত পরিসরে চলবে। এসময় ব্যাংকের লেনদেনের সময় সীমা সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন ৩০ মিনিট সময় বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করেছে বিএসইসি। 
বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর প্রেক্ষিতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।
আরও বলেন, এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন চালু থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়