News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০১, ১৮ মে ২০২১

সূচক কমলেও ডিএসইর লেনদেন ১৭০০ কোটি টাকা

সূচক কমলেও ডিএসইর লেনদেন ১৭০০ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে। এদিন ডিএসইর লেনদেন হয়েছে সতের শত কোটি টাকা। 
মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১০৩টির, কমেছে ২১৫টির এবং পরিবর্তন হয়নি ৪৭টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৯ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৪ দশমিক ৭৯ পয়েন্টে ও ১ হাজার ২৮১ দশমিক ১৩ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, প্রাইম ব্যাংক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, সাইফ পাওয়ারটেক, ন্যাশনাল ফিড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, পাইনিওর ইন্স্যুরেন্স, রবি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স।
অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার লেনদেনের পরিমাণ ৬০ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১১৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির। 
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৪ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭৯ দশমিক ৮৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৩২ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১২ হাজার ৮৮৬ দশমিক ৭৪ পয়েন্টে, ১০ হাজার ১৮৩ দশমিক শূন্য ২ পয়েন্টে ও ১ হাজার ৪০ দশমিক ২৩ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়