ডিএসইর লেনদেন দেড় হাজার কোটি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইআই বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন হয়েছে দেড় হাজার কোটি টাকা।
সোমবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির এবং পরিবর্তন হয়নি ৪৮টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪০ দশমিক শূন্য ৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৬৩ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৯ দশমিক ২৬ পয়েন্টে ও ১ হাজার ২৮৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, সাইফ পাওয়ারটেক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ন্যাশনাল ফিড, সিটি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এসএস স্টিল।
অপর পুঁজিবাজার সিএসইতে সোমবার লেনদেনের পরিমাণ ১১৫ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৬টির এবং পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯২২ দশমিক ৫৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬ দশমিক ১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১১ দশমিক ৯৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৭৪ দশমিক ৮৫ পয়েন্টে, ১২ হাজার ৯৬৬ দশমিক ৬৪ পয়েন্টে ও ১০ হাজার ২০২ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ৭ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪২ দশমিক ৯৬ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস