পাঁচশ কোটি টাকার বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া
পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে ব্যাংক এশিয়া ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। এই বন্ড ইস্যু করার মাধ্যমে এডিশনাল টায়ার-১ মূলধন সহায়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালন করবে।
বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া। রোববার এ ক্যাটাগরি এই ব্যংকটির শেয়ার প্রতি দর দাড়িয়েছে ১৭ টাকা। ব্যাংক এশিয়া পুঁজিবাজারে ২০০৪ সালে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা।
ব্যাংকটির রিজার্ভ রয়েছে ১ হাজার ২৩৬ কোটি টাকা। ডিসেম্বর ২০২০ সালে বছরের হিসেবে দীর্ঘমেয়াদে লোন ৩ হাজার ৫৯৭ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্ত পরিচালক ৫৩ দশমিক ৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩১ দশমিক ৯৮ শতাংশ, বিদেশিী বিনিয়োগকারী দশমিক ২১ শতাংশ ও সাধারন বিনিয়োগকারী ১৪ দশমিক ২৬ শতাংশ শেয়ার ধারন করেছে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস