News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৮, ১৬ মে ২০২১

ঈদের পর পুঁজিবাজারে সূচক উত্থান

ঈদের পর পুঁজিবাজারে সূচক উত্থান

ঈদুল ফিতরের পর প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন কমেছে।
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৩১টির, কমেছে ৮৮টির এবং পরিবর্তন হয়নি ৪৯টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৩ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯২ দশমিক ৬৬ পয়েন্টে ও ১ হাজার ২৮২ দশমিক ৭৮ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, রবি, সামিট পাওয়ার, ন্যাশনাল ফিড,  ম্যাকসন স্পিনিং, জেনারেশন নেক্সট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এস এস স্টিল, আইএফআইসি ব্যাংক।
অপর পুঁজিবাজার সিএসইতে রোববার লেনদেনের পরিমাণ ৭১ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৩৪ লাখ টাকার 
শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯২টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির। 
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৯০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৪৯ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৮৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২১১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১১২ দশমিক ৭২ পয়েন্ট ও সিএসআই সূচক ৮ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬৮ দশমিক ৬৬ পয়েন্টে, ১২ হাজার ৮৫৪ দশমিক ৬৬ পয়েন্টে, ১০ হাজার ১৫৬ দশমিক ৪০ পয়েন্টে ও ১ হাজার ৫০ দশমিক ১০ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়