News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৭, ৯ মে ২০২১

সূচক উত্থান লেনদেন মিশ্রাবস্থা

সূচক উত্থান লেনদেন মিশ্রাবস্থা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে।
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৭৬টির, কমেছে ১২৬টির এবং পরিবর্তন হয়নি ৬৩টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৫ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৭১ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৬৫ দশমিক ৯৯ পয়েন্টে ও ১ হাজার ২৬১ দশমিক ৪৯ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ন্যাশনাল ফিড, রবি, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, এনআরবিসি ব্যাংক, পাইনিওর ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা,  ম্যাকসন স্পিনিং।
অপর পুঁজিবাজার সিএসইতে রোববার লেনদেনের পরিমাণ ৬৬ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৯৪ লাখ টাকার 
শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪১টির, কমেছে ৯৬টির এবং পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির। 
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১০ দশমিক ২৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৪২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৭৩ দশমিক ৪০ পয়েন্ট ও সিএসআই সূচক ৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৩৮ দশমিক ৬৯ পয়েন্টে, ১২ হাজার ৩৭৯ দশমিক ৬২ পয়েন্টে, ৯ হাজার ৮৪৮ দশমিক ৩৭ পয়েন্টে ও ১ হাজার ২৩ দশমিক ১৯ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়