সূচক উত্থান লেনদেনে মিশ্রাবস্থা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া উভয় স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে।
বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৩৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৭০টির, কমেছে ১০৯টির এবং পরিবর্তন হয়নি ৭১টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬১ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮৭ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১১২ দশমিক ৩৬ পয়েন্টে ও ১ হাজার ২৪৯ দশমিক শূন্য ৩ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, লার্ফাজ হোল্ডসিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড, ফেডারেল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, রবি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯০ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৭৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৪২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৭৮ দশমিক ৫৮ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০৫ দশমিক ৯৫ পয়েন্টে, ১১ হাজার ৯৯৬ দশমিক ১৯ পয়েন্টে, ৯ হাজার ৫২৬ দশমিক ৮৯ পয়েন্টে ও ১ হাজার দশমিক ১৮ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস