কৃষকদের সহায়তা দেবে প্রাইম ব্যাংক ও ফারমার্স বেস্ট
কৃষক ও কৃষি উদ্যোক্তাদের সহায়তায় এক সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে প্রাইম ব্যাংক ও ফারমার্স বেস্ট।
শনিবার প্রাইম ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তারা জানায়, দেশের কৃষিখাতে বিনিয়োগকারীদের জন্য সহজ অর্থায়ন সুবিধা দেবে। এই অংশীদারিত্বের ফলে সারা দেশের হাজার হাজার কৃষক ও কৃষি উদ্যোক্তারা সহজে ঋণ সুবিধা পাবেন, যার ফলে তারা উৎপাদন বৃদ্ধি ও ব্যবসায় প্রসার ঘটাতে পারবেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফারমার্স বেস্ট এর সদস্যরা এখন ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধাসহ অন্যান্য বিশেষায়িত ফাইন্যান্সিং সলিউশন গ্রহণ করতে পারবেন। তারা ডিপোজিট প্রোডাক্ট এবং ই-ট্রানজেকশনের জন্য ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধাও পাবেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি