News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৮, ২০ এপ্রিল ২০২১

পুঁজিবাজার উত্থান

পুঁজিবাজার উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া ডিএসইর বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে।
মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬৯৭ কোটি ২৯ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৯৩টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ৬৩টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১ দশমিক ৭৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ১২ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৮২ দশমিক ৮১ পয়েন্টে ও ১ হাজার ২৩৩ দশমিক ৫৩ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো-  বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি, বিডি ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লার্ফাজ হোল্ডসিম,  এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৭১ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৭৬টির এবং পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২১৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮৫ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২১ দশমিক ৪০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯৯ দশমিক ১৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৩০ দশমিক ৩২ পয়েন্ট ও সিএসআই সূচক ১১ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৫ দশমিক ৭৫ পয়েন্টে, ১২ হাজার ২১ দশমিক ৯১ পয়েন্টে, ৯ হাজার ৪৬৩ দশমিক ৬৭ পয়েন্টে ও ৯৯৩ দশমিক ৮১ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়