ঘরে বসেই ট্রেডিং, উর্ধ্বমুখী পুঁজিবাজার
লকডাউনে গত বৃহস্পতিবারের মতোই আজও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল সামান্য। বিনিয়োগকারীরা ঘরে থেকেই অনলাইন ও মুঠোফোনের মাধ্যমে কল করে ট্রেডিং করায় পুঁজিবাজারে আজও লেনদেন উর্ধ্বমুখী হয়েছে। এসময় দুই স্টকের লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। সূচকও উত্থানে।
তবে বিক্রয়ের চাপে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটি দর কমেছে।
রোববার বেশকিছু সিকিউরিটিজ হাউজের কর্মকর্তারা মুঠোফোনে এসব তথ্য বলেন।
সিকিউরিটিজ হাউজের কর্মকর্তারা জানান, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল সামান্য। এদিন দুই স্টকের লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। সূচকও উত্থানে। তবে এদিন শেয়ার ক্রয়ের থেকে বিক্রয় চাপ বেশি ছিল। তাই এদিন অধিকাংশ কোম্পানি শেয়ার দর কমেছে।
হাউজে না এসে বেশির ভাগ বিনিয়োগকারীরা ঘরে থেকেই অনলাইন ও মোবাইলের মাধ্যমে কল করে ট্রেডিং করেছে জানিয়ে তারা বলেন, লেনদেনের শুরু থেকে শেষ পযর্ন্ত পুরোটা সময় সিকিউরিটিজ হাউজের কর্মকর্তারা অনলাইন ও মোবাইল কলে মাধ্যমে বিনিয়োগকারীদের বাই-সেলের অর্ডার নিয়েছে।
লকডাউনের বেশকিছু কর্মকর্তা বাসায় বসেই সেবা দিচ্ছে জানিয়ে লঙ্কা বাংলা সিকিউরিটিজ হাউজের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, লকডাউনের এই সময়ে শেয়ার ক্রয় বিক্রয়ের সব ধরনের প্রযুক্তি বাসায় ব্যবস্থা করে নিয়েছে অনেক কর্মকর্তা। এসব কর্মকর্তা অফিসে না এসে বাসায় বসেই বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছে। লেনদেন সময়ের প্রতিনিয়ত অনলাইন ও মুঠোফোনের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয়ের সেবা দিচ্ছে ওইসব কর্মকর্তা।
এদিক দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই-৩০ বাদে বাকী সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে। এদিন লেনদেনে অংশ নেয়া ডিএসইর বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৬ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবারবার লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির এবং পরিবর্তন হয়নি ৮০টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩১ দশমিক ৪২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক১৩ দশমিক ৪৩ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৪০ দশমিক ২৫ পয়েন্টে ও ১ হাজার ২১১ দশমিক ৫৪ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বিডি ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি, লার্ফাজ হোল্ডসিম, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ফুড, এশিয়া প্যাসিফিক।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২১ কোটি ৬৯ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৩ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২০ দশমিক ১১ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৭১ দশমিক ৩৮ পয়েন্টে, ৯ হাজার ২৯৭ দশমিক ৯৩ পয়েন্টে ও ৯৭৮ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪১ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৮৩ দশমিক ৭১ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস