News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩১, ১৭ এপ্রিল ২০২১

বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলার দিবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলার দিবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৫০ কোটি (৫০০ মিলিয়ন) মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্ট্রাপ্রেনিওরশিপ (প্রাইড) প্রকল্পের আওতায় এই ঋণ দেয়া হবে।

শনিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বাংলাদেশি মুদ্রায় ওই অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ২৫০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এর মধ্যে ৪৬৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৯৩ দশমিক ৪০ শতাংশ বেজার আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পে খরচ করা হবে, যা ব্যয় হবে এই শিল্পনগর আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে বিশ্বব্যাংক ও বেজার মধ্যে গত মঙ্গলবার প্রকল্প চুক্তি সই হয়। এতে বেজার পক্ষে সই করেন এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং বিশ্বব্যাংকের পক্ষে সই করেন আন্তর্জাতিক সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৪৭ কোটি টাকা। প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ ৩ হাজার ৯৬৭ কোটি ৪৬ লাখ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন ৩৭৯ কোটি ৭৪ লাখ টাকা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১ ফেব্রুয়ারি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এ বছরের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়