লকডাউনে পুঁজিবাজারে লেনদেন চলবে
ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের মধ্যে পুঁজিবাজারে লেনদেন চলবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিএসইসি নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। লেনদেনে যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি