News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৭, ১৩ এপ্রিল ২০২১

ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

বুধবার সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। এ বিধিনিষেধের আওতায় গণপরিবহন ও মার্কেটের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমও বন্ধ থাকবে। তাই লকডাউনের আগের দিন মঙ্গলবার ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। 

এদিন সকাল থেকে প্রতিটি ব্যাংকেই দেখা গেছে দীর্ঘলাইন। গ্রাহকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকতারা। ব্যাংকের শাখাগুলোয় টাকা জমা কিংবা ইউটিলিটি বিল পরিশোধের তুলনায় উত্তোলন হচ্ছে কয়েকগুণ বেশি।

এদিকে নিত্যপণ্যের বাজারগুলোতে ক্রেতা সাধারণের ঢল নেমেছে। কাল থেকে লকডাউন ও রমজান শুরু হওয়ায় রাজধানীর বাজারগুলোতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।

বাজারগুলোতে ক্রেতাদের অতিরিক্ত চাপের কারণে স্বাস্থ্যবিধির বালাই চোখে পড়েনি। রাজধানীর কাওরানবাজার, হাতিরপুল, নিউমার্কেট, মৌচাক, যাত্রাবাড়ীসহ ছোট-বড় সব মার্কেটেই একই চিত্র চোখে পড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়