News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১১ এপ্রিল ২০২১

পুঁজিবাজার পতন

পুঁজিবাজার পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক  এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেনও কমেছে।
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ২৬৪টির এবং পরিবর্তন হয়নি ৫২টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০ দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৪ দশমিক ৯৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ৪৭ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২০ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯৫২ দশমিক ৯১ পয়েন্টে ও ১ হাজার ১৭৭ দশমিক ৬১ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, বিডি ফাইন্যান্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, এশিয়া প্যাসিফিক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, অগ্রনী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ১৪ কোটি ৪৪ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৬টির, কমেছে ১৩৯টির এবং পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪৭ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮৩ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২৪ দশমিক ৩১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮২ দশমিক ৫৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৫০ দশমিক ৬৫ পয়েন্ট ও সিএসআই সূচক ১৫ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩২ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ১১ হাজার ৫১২ দশমিক ২৩ পয়েন্টে, ৯ হাজার ৩৯ দশমিক ৪২ পয়েন্টে ও ৯৫১ দশমিক ৯২ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়