সূচকের উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে।
বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ৪৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৯৯টির, কমেছে ৪৩টির এবং পরিবর্তন হয়নি ১০৩টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭ দশমিক ৩৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২২ দশমিক ৯২ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১১ দশমিক ১৯ পয়েন্টে ও ১ হাজার ২১৪ দশমিক ১৬ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, এশিয়া প্যাসিফিক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, লার্ফাজ হোল্ডসিম, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৩০ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪০টির, কমেছে ২৫টির এবং পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৩৪ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১২ দশমিক শূন্য ৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫৭ দশমিক ৪৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১০৪ দশমিক ৫৪ পয়েন্ট ও সিএসআই সূচক ৮ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৭০ দশমিক ১২ পয়েন্টে, ১১ হাজার ৭৮৯ দশমিক ৭৮ পয়েন্টে, ৯ হাজার ৩১২ দশমিক ২৯ পয়েন্টে ও ৯৮২ দশমিক ৬৬ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস