ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাণিজ্যে আগ্রহী বাংলাদেশ: শিল্পমন্ত্রী
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশ সরকার ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার নয়াদিল্লীতে অনুষ্ঠিত দশম উত্তর-পূর্ব ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন সম্পর্কিত মন্ত্রণালয়ের সহায়তায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এ সম্মেলনের আয়োজন করে। এতে বাংলাদেশ, কম্বোডিয়া, জাপান, নেপাল, ভুটান ও সিঙ্গাপুর, ভারতের সিকিম, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, কূটনীতিক, কর্পোরেট প্রতিনিধি, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, আর্থিক ও ব্যাংকিংখাতের প্রতিনিধিসহ প্রায় একহাজার জন অংশ নিয়েছেন।
আমির হোসেন আমু বলেন, “ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ব্যবসা অবকাঠামো, অভিবাসন, শুল্ক সুবিধা, স্থলবন্দর স্থাপনসহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশ অগ্রাধিকারভিত্তিতে কাজ করতে আগ্রহী।”
বাংলাদেশ ভারতের উত্তর-পূর্ব অঞ্চল এবং অবশিষ্ট এলাকার মাঝে অবস্থান করায় ব্যবসায়িক দিক থেকে এর ভৌগলিক গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে শিল্পমন্ত্রী আরো বলেন, “এ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ গোটা ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চায়।”
এসময় তিনি সার্ক, আসিয়ান ও বিমসেটকভূক্ত (BIMSTEC) দেশগুলোতে ব্যবসা-বাণিজ্যের প্রসারের টেকসই প্রযুক্তি, সবুজ জ্বালানি, পরিবহন, পর্যটন, মৎস্য সম্পদখাতের উন্নয়নে যৌথ কর্মসূচি গ্রহণের তাগিদ দেন।
আইসিসি নর্থ ইস্ট ইনিসিয়েটিভ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান এম কে শাহারিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- আইসিসি প্রেসিডেন্ট রূপেন রায়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন সম্পর্কিত মন্ত্রণালয়ের সচিব আর বিজয় কুমার।
অনুষ্ঠানে ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক মন্ত্রী কালরাজ মিশ্র, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী পি অশোক গাজাপাথি রাজু, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লয়িনপো টানডিন ওয়াংচুক, মিয়ানমারের মান্দালয় অঞ্চলের পরিকল্পনা ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আং জান, সাগাইন অঞ্চলের মুখ্যমন্ত্রী ইউ থা আই, ভারতের আসাম প্রদেশের মূখ্যমন্ত্রী তরুণ গোগাই, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নাবাম তুকি এবং সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন সম্পর্কিত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বক্তব্য রাখেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম