News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১০:২০, ১৮ জানুয়ারি ২০২০

তিন বছরের মধ্যে দারিদ্র্যের হার ১২ শতাংশে নেমে আসবে: অর্থমন্ত্রী

তিন বছরের মধ্যে দারিদ্র্যের হার ১২ শতাংশে নেমে আসবে: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশে দারিদ্র্যের হার ১২ শতাংশের মধ্যে নেমে আসবে। বাংলাদেশে দরিদ্রতা কমে আসছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন,  বর্তমান ধারাবাহিকতায় চললে ২০১৮ সালে দারিদ্র্য ১০ থেকে ১২ শতাংশের মধ্যে নেমে আসবে।

রাজধানীতে রোটারী ইন্টারন্যাশনাল-ঢাকার জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এ কথা বলেন তিনি।

দারিদ্র্য ১০ থেকে ১২ শতাংশের মধ্যে নেমে আসলে দেশ দারিদ্র্যমুক্ত হয়েছে বলে দাবি করা যাবে মলে মনে করেন মুহিত। তিনি বলেন, "কারণ বিশ্বের অধিকাংশ উন্নত দেশেই ১১ শতাংশ থেকে ১৪ শতাংশ পর‌্যন্ত দারিদ্র্য আছে।"

অর্থমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে রোটারির উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারের একার পক্ষে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য রোটারিসহ অন্যান্য সংস্থার গুরুত্ব আমাদের কাছে অনেক।

সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যন হুমায়ুন রশীদ সভাপতিত্বে অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধি চিং চ্যাং টাইগার কু ও গভর্নর সাফিনা রহমান । সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠানে বস্তি ও গ্রামীণ এলাকার পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান ও অতি দরিদ্রদের জন্য ক্ষুদ্রঋণ নিয়ে আলোচনা হয়।

এবছর রোটারি ইন্টারন্যাশনালের স্লোগান হচ্ছে ‘লাইট আপ রোটারি’। শনিবার আরো দুটো সেমিনার ও সংগঠনের নিজস্ব আলোচনার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়