News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৪, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২০

প্রত্যক্ষ কর নির্ভর বাজেটে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে

প্রত্যক্ষ কর নির্ভর বাজেটে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে

ঢাকা: বাজেট বিষয়ক এক সেমিনারে বক্তারা নতুন অর্থবছরের বাজেটকে প্রত্যক্ষ কর নির্ভর করে এর বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। 

‘ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন, বাজেট গভর্নেন্স অ্যান্ড ট্যাক্স জাস্টিস : বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ আহবান জানান।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের মাস্টার ইন গভর্নেন্স স্টাডিজ বিভাগ ও সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

এসময় বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ ও অক্সফাম নেদারল্যান্ডের প্রতিনিধি মার্কেটা, ড. ফরিদউদ্দিন আহম্মেদ, সমন্বয়কারী, এমজিএস প্রোগ্রাম ও এলিসন সুব্রত বাড়ৈ প্রমুখ।   

বক্তারা বলেন, “দেশের শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে হলে অবশ্যই আইনগতভাবে করের বিষয়ে সর্বত্র জনসচেতনতা তৈরি করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে। করের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব কোনো গবেষণা প্রতিষ্ঠান নেই। যা অত্যন্ত প্রয়োজনীয়।”

বক্তারা ব্যাংক একাউন্টের মাধ্যমে কর প্রদান চালু হওয়া উচিত বলে পরামর্শ দেন।

আশা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক অ্যাডভোকেট জামিলুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. শহীদ আক্তার হোসেন।  

প্রো বলেন, “বর্তমান কর ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ। তাই ‘উৎসে কর’ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বে পরোক্ষ কর প্রদানের জন্য কয়েকটি স্তর বিদ্যমান। যার ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আয়ের ওপর ভিত্তি করে পরোক্ষ কর দিয়ে থাকেন। ফলে তাদের কাছে কর কখনও ভীতিকর হয় না। আমাদের দেশের চিত্র সম্পূর্ণ উল্টো।”

দুপর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন ঢাবির মাস্টার ইন গভরনেন্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নুরুল আমিন এবং দ্বিতীয় পর্বে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসানুজ্জামান চৌধুরী।

সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার ইন গভর্নেন্স স্টাডিজ বিভাগের ছাত্র ও সুপ্রর সাধারণ সম্পাদক মো.আরিফুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এবং সুপ্র সচিবালয়ের কর্মীসহ ২০০ জন নারী-পুরুষ সেমিনারে অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/আরবিএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়