News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৪, ২১ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ০৯:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২০

জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসেছে : বাণিজ্যমন্ত্রী

জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসেছে : বাণিজ্যমন্ত্রী

‘দেশের মানুষের জীবনযাত্রা এখন স্বাভাবিক হয়ে এসেছে’ বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা সফররত ইতালির পররাষ্ট্র উপমন্ত্রী বেনিদিত্তো ডেল্লা ভেডোভার (Benedetto Della Vedova) নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চলমান রাজনৈতিক বিষয়ে ইতালির পররাষ্ট্র উপমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশের অগ্রগতি প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। এ অরাজকতা দেশের মানুষ সমর্থন করে না।

সাক্ষাতে ‘দুই দেশের দ্বি-বাণিজ্যিক বিষয় নিয়েও কথা হয়েছে’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরী পণ্য ইতালিতে জনপ্রিয়। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ইতালিতে বাংলাদেশের তৈরী পণ্যের রফতানির পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, ইতালিতে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েই চলছে। গত এক বছরে ইতালিতে রফতানি বেড়েছে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের তৈরী পণ্য ইতালির বাজারে জনপ্রিয় করে তোলার জন্য ইতালির বাণিজ্য মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করে থাকে।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার পরও যাতে এলডিসিভুক্ত দেশের চলতি সুযোগ-সুবিধা পায়, সে বিষয়েও ইতালির পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে মতবিনিময় করা হয়েছে। এ ছাড়া রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক শিল্পে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোর অগ্রগতির বিষয় নিয়েও কথা হয়েছে।

মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, অতিরিক্ত সচিব (রফতানি) মো. শওকত আলী ওয়রেছী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়