News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৭, ২১ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৮:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

গত সপ্তাহে কমেছে সূচক, লেনদেন ও বাজার মূলধন

গত সপ্তাহে কমেছে সূচক, লেনদেন ও বাজার মূলধন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবস শেষে সূচক, লেনদেন ও বাজার মূলধন কমেছে। একইসাথে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কমেছে লেনদেন, সূচক ও বাজার মূলধন।

সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স বেড়েছে ১.১০ শতাংশ বা ৫৩.৪৯ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স বেড়েছিল ৩.৩৪ শতাংশ বা ১৫৬.৬৮ পয়েন্ট।

শরিয়াহ সূচক সপ্তাহ শেষে ১.৮৯ শতাংশ বা ২১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৮ পয়েন্টে।
আর ডিএসই-৩০ ইনডেক্স সপ্তাহ শেষে ১.৯০ শতাংশ বা ৩৪.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৭.৮৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ৯.৬৪ শতাংশ বা ১৪০ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৭৫ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছিল ৩৬.৩২ শতাংশ বা ৩৮৯ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ১৯৫ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১৯ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ১ হাজার ৪৬০ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৭৯৮ টাকার।
গত সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ৯৪৫ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ২৯২ কোটি ১২ লাখ ২ হাজার ৯৬০ টাকা।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫২২টি। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৩৮ কোটি ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯টি।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৭৮টির, দর অপরিবর্তিত রয়েছে ১৭টির এবং লেনদেন হয়নি ২টির।

গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৭৮৫ কোটি ৮২ লাখ টাকার বা ১.১৭ শতাংশ। যার পরিমাণ আগের সপ্তাহে বেড়েছিল ৭ হাজার ১০৬ কোটি টাকার বা ২.২৪ শতাংশ।

সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ২৪ হাজার ৮২৮ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ১০২ টাকায়। যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৪২ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ৪১৯ টাকায়।
গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮২.৫০ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৫.২৬ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৮.১৪ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৪.১০ শতাংশ।

সপ্তাহ শেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ০.৯০ শতাংশ বা ৮১ পয়েন্ট। সপ্তাহ শেষে সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক অবস্থান করছে ৮৮৯৮ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে অবস্থান করে ৮৯৭৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়