অধিকাংশের দর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া ৬৪ দশমিক ৬৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া ডিএসইর ৭২ দশমিক ৯৭ শতাংশ এবং সিএসইর ৫৬ দশমিক ৩০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। তবে সিএসইর একটি বাদে বাকীগুলোর সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে আজ ডিএসইর বাড়লেও সিএসইর সামান্য কমেছে।
সোমবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১৫০ কোটি ৬ লাখ টাকা। যা আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৪০ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৫৭টির, কমেছে ২৩টির এবং পরিবর্তন হয়নি ২১৬টির বা ৭২ দশমিক ৯৭ শতাংশ দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৯৪ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৬০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪২ দশমিক ৭২ পয়েন্টে ও ৯২১ দশমিক ৯৬ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওয়াটা কেমিক্যাল, রেকিট বেনকিজার, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, সামিট পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, ফাইন ফুডস।
দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো- পূবালী ব্যাংক, প্যারামাউন্ট ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুডস, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, প্রভাতি ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, পিপলস্ ইন্সুরেন্স, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল ফান্ড।
অন্যদিকে দর কমার শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো সিনথেটিক্স, তাল্লু স্পিনিং, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, ফ্যামিলী টেক্স, এ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড ইন্সুরেন্স, মিথুন নিটিং, এমজেএল বাংলাদেশ, জনতা ইন্সুরেন্স, ফনিক্স ইন্সুরেন্স।
অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ৮৯ কোটি ১৭ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৮৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩৮ দশমিক ৫৪ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২১ দশমিক ২৯ পয়েন্ট ও সিএসআই সূচক দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮১৬ দশমিক ৯৬ পয়েন্টে, ৬ হাজার ৮৬৬ দশমিক ৪৬ পয়েন্টে ও ৭৩০ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৯৯ দশমিক ৫২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৬টির এবং কোন পরিবর্তন হয়নি ৬৭টির বা ৫৬ দশমিক ৩০ শতাংশ কোম্পানির শেয়ার দর।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস