৬ কোম্পানির লাভ লোকসানের তথ্য প্রকাশ
চলতি বছরের জানুয়ারি-মার্চের ব্যবসার আর্থিক প্রতিবেদনের লাভ লোকসানের তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। এদের মধ্যে পাঁচ কোম্পানি লাভের মুখ দেখলেও একটি লোকসানে হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, কুইন সাউথ টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।
ফু-ওয়াং সিরামিক চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা। ৯ মাসের হিসাবে (২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ পয়সা।
কুইন সাউথ টেক্সটাইল চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ইপিএস হয়েছে ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা। ৯ মাসের হিসাবে (২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা।
বিবিএস কেবলস চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩১ পয়সা। ৯ মাসের হিসাবে (২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ২৯ পয়সা।
ফিনিক্স ফাইন্যান্স চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ইপিএস হয়েছে ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা। ৯ মাসের হিসাবে (২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৩ পয়সা।
ফিনিক্স ইন্স্যুরেন্স চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ইপিএস হয়েছে ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।
এছাড়া বাংলাদেশ বিল্ডিং সিস্টেম চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৫ পয়সা। ৯ মাসের হিসাবে (২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৫ পয়সা।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস