News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৯, ২ জুলাই ২০২০
আপডেট: ১৬:১৮, ২ জুলাই ২০২০

করোনার মধ্যেও বৈদেশিক মুদ্রার রেকর্ড

করোনার মধ্যেও বৈদেশিক মুদ্রার রেকর্ড

করোনাভাইরাস (কোভিড ১৯) পার্দুভাবের মধ্যে জুন মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার রিজার্ভের প্রকৃত পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৪ কোটি (৩৬ দশমিক ১৪) ডলার। এটি দেশে সর্বোচ্চ রিজার্ভের রেকর্ড অর্জন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

জানা গেছে, স্বাধীনতার পর কোনও অর্থবছরে এত রেমিট্যান্স আসেনি। এই পরিমাণ রেমিট্যান্সকে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচ্য।

এর আগে গত ২৩ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড ছিলো ৩৫ বিলিয়ন ডলার। গত ৩ জুন ছিলো ৩৪ বিলিয়ন ডলার। জুনেই রিজার্ভে তিন বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। অবশ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার উচ্চতায় ওঠে ২০১৭ সালের ২১ জুন। সেদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৩ হাজার ৩০১ কোটি ডলার। এরপর ২০১৭ সালের ৩১ অক্টোবর, ২ নভেম্বর ও ২৮ ডিসেম্বর ছিলো ৩৩ বিলিয়ন ডলার।

ব্যাংকের তথ্য মতে, গত অর্থবছরের (২০২১৯ - ২০২০) ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১ হাজার ৮২০ কোটি ডলার। এই অঙ্ক এর আগের অর্থবছরের (২০১৮-২০১৯) চেয়েও ১০ দশমিক ৮৫ শতাংশ বেশি। ওই অর্থবছরে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার (১৬.৪১ বিলিয়ন)।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়