News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ২ জুলাই ২০২০
আপডেট: ১০:৩৬, ২ জুলাই ২০২০

পুঁজিবাজারে সূচক সহ লেনদন মন্দা

পুঁজিবাজারে সূচক সহ লেনদন মন্দা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে আজ দুই স্টকে কমেছে। এদিন ডিএসই এবং সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।

জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৮১ কোটি ১৮ লাখ টাকা। যা আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ৭১ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ৩৬টির এবং পরিবর্তন হয়নি ২১৩টির বা ৭৮ দশমিক শূন্য ২ শতাংশ দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৮৬ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩৯ দশমিক ৪৯ পয়েন্টে ও ৯২২ দশমিক ১০ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওয়াটা কেমিক্যালস, ইন্দো-বাংলা ফার্মা, গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন, সেন্ট্রাল ফার্মা, যমুনা ব্যাংক, এমজেএল বাংলাদেশ, ফার্মা এইডস, আল-আরাফা ইসলামী ব্যাংক। 

দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো- পূবালী ব্যাংক, প্যারামাউন্ট ইন্সুরেন্স, এমজেএল বাংলাদেশ, ওয়াটা কেমিক্যালস, পিপলস ইন্সুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, বারাকা পাওয়ার, গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন, ব্যাংক এশিয়া। 

অন্যদিক দর কমার শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো সিন্থেটিক্স, সিএনএ টেক্সটাইল, ফ্যামিলি টেক্স (বিডি),  ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ফাইন ফুডস, এসিআই, প্রাইম ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওয়ান ব্যাংক।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ২ কোটি ৩২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২২৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২১ দশমিক ১২ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১ দশমিক শূন্য ২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৯৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮১৫ দশমিক ২৬ পয়েন্টে, ৯ হাজার ৯০৮ দশমিক ১৩ পয়েন্টে, ৬ হাজার ৮৫৪ দশমিক ৪৬ পয়েন্টে ও ৭২৯ দশমিক ৫১ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ২৭টির এবং কোন পরিবর্তন হয়নি ৭৯টির বা ৬৩ দশমিক ৭০ শতাংশ কোম্পানির শেয়ার দর।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়