পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতামত
ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ পুঁজিবাজারের জন্য ইতিবাচক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের ২ হাজার ২৬৫ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। করোনাকালে ব্যাংকের এই নগদ লভ্যাংশ পুঁজিবাজারে বিনিয়োগ হলে ইতিবাচক গতি তৈরী হবে বলে জানান সংশ্লিষ্টরা।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানান, ২০১৯ সালের ব্যবসায় ঘোষিত পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের ২ হাজার ২৬৫ কোটি ৮৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এরইমধ্যে ব্যাংকগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুমোদন শেষে বিতরন করা হবে। এছাড়া তালিকাভুক্ত ৩০ ব্যাংক থেকে ওই বছর ৪ ব্যাংকে বোনাস শেয়ার ঘোষণা করেছে। এই ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রূপালি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর লোকসানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংক ওই বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
নগদ লভ্যাংশ ঘোষণা করা ব্যাংকগুলোর মধ্যে গড়ে উদ্যোক্তা/পরিচালকেরা মালিকানা রয়েছে প্রায় ৪০ দশমিক ৩৪ শতাংশ। এ হিসাবে উদ্যোক্তা/পরিচালকেরা নগদ লভ্যাংশের ৯১৩ কোটি ৬৬ লাখ টাকা পাবে। বাকি ১ হাজার ৩৫১ কোটি ২৩ লাখ টাকা পাবে প্রাতিষ্ঠানিক ও সাধারন বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, চলমান সংকটের সময় ব্যাংকের নগদ লভ্যাংশ ইতিবাচক বলে মনে করছি। ব্যাংকগুলোর নগদ লভ্যাংশে ফলে পুঁজিবাজারে এক ধরনের গতি তৈরী হবে। ডিএসইর আরেক পরিচালক রকিবুর রহমান বলেন, করোনাভাইরাস (কোভিড ১৯) পার্দুভাবকালে ব্যাংকের নগদ লভ্যাংশ প্রদান পুঁজিবাজারের এক ধরনের তারল্য বাড়বে। এটা বাজারের জন্য এক ধরনের বিনিয়োগের সবুজ বলেও মনে করছি।
২০১৯ সালের ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংকের পর্ষদ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই ব্যাংকগুলোর পরিচালন পর্ষদ ২ হাজার ২৬৫ কোটি ৮৯ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি নগদ লভ্যাংশ দেবে ইসলামী ব্যাংক। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ দেবে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫২ কোটি ৮৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে প্রাইম ব্যাংক। এরপর সিটি ব্যাংক দেবে তৃতীয় সর্বোচ্চ ১৫২ কোটি ৪৬ লাখ টাকার নগদ লভ্যাংশ।
তালিকাভুক্ত অন্যান্য ব্যাংকগুলোর নগদ লভ্যাংশের পরিমাণ হল:
ন্যাশনাল ব্যাংক ১৪৬ কোটি ২ লাখ টাকা, এক্সিম ব্যাংক ১৪১ কোটি ২৩ লাখ টাকা, এনসিসি ব্যাংক ১৩৯ কোটি ১১ লাখ টাকা, আল আরাফাহ ইসলামী ব্যাংক ১৩৮ কোটি ৪৪ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংক ১২১ কোটি ৭৭ লাখ টাকা, ব্যাংক এশিয়া ১১৬ কোটি ৫৯ লাখ টাকা, যমুনা ব্যাংক ১১২ কোটি ৩৮ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক ১০৩ কোটি ৯ লাখ টাকা, পূবালি ব্যাংক ১০২ কোটি ৮৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক ৯২ কোটি ৫০ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংক ৮৭ কোটি টাকা, ডাচ-বাংলা ব্যাংক ৭৫ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক কোটি ৬৭ লাখ টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ৫৭ কোটি ৯৮ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪৭ কোটি ৯০ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ৪৬ কোটি ৬৭ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংক ৪৬ কোটি ২০ লাখ টাকা, ঢাকা ব্যাংক ৪২ কোটি ৬৬ লাখ টাকা, ওয়ান ব্যাংক ৪২ কোটি ১৬ লাখ টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৩৫ কোটি ১৭ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংক ৩০ কোটি ৬৩ লাখ টাকা, উত্তরা ব্যাংক ২৮ কোটি ৫৭ লাখ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস