News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ১ জুলাই ২০২০
আপডেট: ১৬:০৫, ১ জুলাই ২০২০

ডিএসইর ৩ কর্মকর্তা করোনা পজিটিভ

ডিএসইর ৩ কর্মকর্তা করোনা পজিটিভ

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৩ কর্মকর্তা করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস আক্রান্ত ওই তিন কর্মকর্তা হলেন- ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ইমাম হোসেন, ম্যানেজার আব্দুল কাদের, জুনিয়র এক্সিকিউটিভ অমিতা রানী। 

করোনা উপসর্গ দেখা দিয়েছে ডিএসইর আরও তিন কর্মকর্তার শরীরে। এরা হলেন- এজিএম সৈয়দ মাহমুদ জুবায়ের, এক্সিকিউটিভ মাহমুদা আক্তার, সিনিয়র ম্যানেজার শহীদুল্লা। তবে শহীদুল্লার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

এরই মধ্যে কর্মকর্তাদের করোনায় আক্রান্ত ও অনেকের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গোটা ডিএসইর ভবনে আতঙ্ক দেখা দিয়েছে। 

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ইমাম হোসেন বলেন, বর্তমানে আল্লাহ্ রতমতে ভালো আছি। চিকিৎসাকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। বুকে কিছু কফ জমে আছে। তবে শ্বাসকষ্ট তেমন নেই। ম্যানেজার আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে আমি করোনায় আক্রান্ত তবে এখন ভালো আছি। মাঝে মাঝে বুক ব্যথা হচ্ছে, তবে শ্বাসকষ্ট সমস্যা হয়নি। এজিএম সৈয়দ মাহমুদ জুবায়ের বলেন, আমার শুক্রবার থেকে জ্বর ঠাণ্ডা দেখা দিয়েছে। রোববার করোনা পরীক্ষা করাতে দিয়েছি। তবে এখনো রিপোর্ট পায়নি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। সিনিয়র ম্যানেজার শহীদুল্লাহ বলেন, আমার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাই। তবে পরিক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

নিউজবাংলাদেশ.কম/এএমজেড/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়