News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৮, ২৬ জুন ২০২০
আপডেট: ১৬:০২, ২৬ জুন ২০২০

করোনায় প্রান হারালো ব্যাংক কর্মকর্তা শাহজাহান

করোনায় প্রান হারালো ব্যাংক কর্মকর্তা শাহজাহান

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জনতা ব্যাংকের কর্মকর্তা এ কে এম শাহজাহান আলী (৫৫) মারা গেছেন। শুক্রবার ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহান আলী শহরের বগুড়াপাড়ার প্রয়াত নুরুল ইসলামের ছেলে। তিনি জনতা ব্যাংক বগুড়া করপোরেট শাখার সিনিয়র অফিসার ছিলেন।

জানা গেছে, করোনা পজিটিভ শাজাহান আলীকে সংকটাপন্ন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) সানাউল হক জানান, বেশ কয়েকদিন আগে শাহজাহান আলী জ্বর অনুভব করে। তার অ্যাজমা এবং উচ্চ রক্তচাপ ছিল। নমুনা পরীক্ষায় গত ২৩ জুন তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিয়ে আসছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়