News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৭, ২৩ জুন ২০২০
আপডেট: ১৬:১৯, ২৩ জুন ২০২০

গাড়ির যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত রাখার দাবি বামার

গাড়ির যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত রাখার দাবি বামার

আসন্ন অর্থবছরে (২০২০-২০২১) অটোমোবাইল খাতের সব ধরনের খুচড়া যন্ত্রাংশের আমদানি শুল্কমুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)।

মঙ্গলবার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে বামা এই দাবি জানায়।

বামার সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে ডলারের সংকট তৈরী হবে। পাশাপাশি এ সংকটের কারনে নতুন গাড়ি আমদানিতে বিঘ্ন হবে। তাই বাংলাদেশের চলমান গাড়িগুলোই যাতে আগামী তিন বছর চলতে পারে, সেই দিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। এরই লক্ষ্যে চলমান গাড়িগুলোর যস্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত করার দাবি করেন।

আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ২০২০ সালকে লাইট ইঞ্জিনিয়ারিং বছর ঘোষণা করেছেন তখন চীন ও ভারত থেকে আসা লাইট ট্রাকগুলোকে পিক আপ বলে ভুল রেজিস্ট্রেশন করা হয়েছিল। তাই অবিলম্বে দেশের স্বার্থে এটা বন্ধ করার দাবী রাখেন। পাশাপাশি বিআরটিএ কর্তৃক পিক আপের সঠিক সংজ্ঞায়নের দাবিও করেন।

সংবাদ সম্মেলনে বামার সাবেক সভাপতি ও রানার গ্রপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, মহামারি কোভিড-১৯ এর কারণে গত তিন মাসে অটোমোবাইল খাতে আনুমানিক ছয় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে আনতে সরকারেরর সহায়তা কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়