News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১৭ জুন ২০২০
আপডেট: ১৮:৫৭, ১৭ জুন ২০২০

বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে নতুন সূচিতে লেনদেন

বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে নতুন সূচিতে লেনদেন

আগামি বৃহস্পতিবার (১৮ জুন) থেকে লেনদেন সকাল ১০টায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

বুধবার দুই স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত সোমবার বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে দুই স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময় পরিবর্তন করেছে। নতুন সময় অনুযায়ী আগামীকাল থেকে লেনদেন শুরু সকাল ১০টায়। লেনদেন শেষ হবে দুপুর ১টায়।

এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে। পুজিঁবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় দুই স্টক এক্সচেঞ্জ। একই সাথে বিনিয়েগকারীদের মোবাইল ও অনলাইনের মাধ্যমে লেনদেনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়