News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ জুন ২০২০
আপডেট: ১৪:৫৯, ১৭ জুন ২০২০

করহার ২০ শতাংশ রাখার দাবি সিএসইর

করহার ২০ শতাংশ রাখার দাবি সিএসইর

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগগের ক্ষেত্রে বাজেটে ৩ বছরের লক-ইন প্রস্তাবিত শর্ত প্রত্যাহার দাবি করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। একইসঙ্গে পুঁজিবাজারে উন্নয়ন স্বার্থে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করহার ২০ শতাংশ করার দাবি করেন। বুধবার ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। আসিফ ইব্রাহিম বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানিগুলোর করহার ব্যবধান ১০ শতাংশ। প্রস্তাবিত বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির করহার ২ দশমিক ৫০ শতাংশ কমানোতে সেই ব্যবধান ৭ দশমিক ৫০ শতাংশে নেমেছে। এর ফলে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে নিরুৎসাহিত হবে। পুঁজিবাজারের উন্নয়ন স্বার্থে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করহার ২০ শতাংশ করার দাবি করেন। সিএসই এখনও আইন অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারী নির্ধারণ করতে পারেনি। কৌশলগত বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রির জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ৫ বছরের জন্য কর অব্যাহতির সুবিধা দাবি রাখেন তিনি। আরও বলেন, স্টক ব্রোকারদের উৎসে কর কর্তনের হার পুনর্নির্ধারণের জন্য বারবার অনুরোধ সত্ত্বেও এ হার পূর্ববর্তী দশমিক শূন্য ৫ শতাংশ বহাল রাখা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে স্টক ব্রোকারদের উৎসে কর কর্তনের হার দশমিক শূন্য ১৫ শতাংশ র্নির্ধারণের জোর দাবি করেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে বর্তমানে মূলধনী লাভের ওপর করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করার দাবি করেন। এসময় সিএসইর অনলাইন সংবাদ সম্মেলনে অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান বলেন, বিশেষ পরিস্থিতির কারনে ফ্লোর প্রাইসের নির্দেশনাটি দেওয়া হয়েছে। তবে অন্যান্যদের মতো আমরাও পুঁজিবাজারে অবাধ ও উন্মুক্ত লেনদেন চাই।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়