News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ১৬ জুন ২০২০
আপডেট: ১১:৪৯, ২৪ জুন ২০২০

৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত

৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া ৭৫ দশমিক ৯৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন লেনদেনে অংশ নেয়া ডিএসইর ৮৩ দশমিক ৭৩ শতাংশ এবং সিএসইর ৬৮ দশমিক ১৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার অপরিবর্তিত রয়েছে। ডিএসইর সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। তবে সিএসইর একটি বাদে বাকীগুলোর সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে আজ ডিএসইর বাড়লেও সিএসইর কমেছে।

মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩০ লাখ টাকা। যা আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫৪ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২০টির, কমেছে ২০টির এবং পরিবর্তন হয়নি ২০৬টির বা ৬৮ দশমিক ১৮ শতাংশ দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৬০ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৫ দশমিক ৬৩ পয়েন্টে ও ৯১৮ দশমিক ২৯ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিকো ফার্মা, বেক্সিকো, ন্যাশনাল ব্যাংক, লিন্ডে বিডি, রেকিট বেনকিজার, ইন্দো-বাংলা ফার্মা, সেন্ট্রাল ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস, এনসিসি ব্যাংক, এক্সিম ব্যাংক।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৩ দশমিক শূন্য ২ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক দশমিক ১২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট ও সিএসআই সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮০৮ দশমিক ৩৭ পয়েন্টে, ৬ হাজার ৮১১ দশমিক ৫৩ পয়েন্টে ও ৭২৭ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯১১ দশমিক ৮৫ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ৮৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১২টির এবং কোন পরিবর্তন হয়নি ৬০টির বা ৮৩ দশমিক ৭৩ শতাংশ কোম্পানির শেয়ার দর।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়