বাজেটে পুঁজিবাজারে অতালিকাভুক্তদের কর কমানোর প্রস্তাব
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর জন্য ২০২০-২১ অর্থবছরের বাজেটে ২ দশমিক ৫০ শতাংশ কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বাজেট ঘোষণায় তিনি এ প্রস্তাব করেন। এসময় বন্ড মার্কেট শক্তিশালী করার জন্য ২০২০-২১ অর্থবছরের বাজেটে উৎসে কর সমন্বয় করার প্রস্তাবও করেন তিনি।
আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে ব্যাংক, লিজিং, বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফোন কোম্পানি এবং সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার ২৫ শতাংশ। আর তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ৩৫ শতাংশ। করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এরুপ কোম্পানিগুলোর করহার ২ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৩২ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করছি।
আরও বলেছেন, দীর্ঘমেয়াদি অর্থায়নে একটি শক্তিশালী বন্ড মার্কেট বিকাশের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এর আলোকে বন্ড লেনদেন মূল্যের উপর উৎসে কর কর্তনের পরিবর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক লেনদেনে নির্ধারিত কমিশনের উপর উৎসে কর কর্তনের প্রস্তাব করছি। এছাড়া বন্ডের সুদ ও বাট্টার উপর উৎসে কর কর্তনের বিধান বাতিল করে সুদ ও বাট্টা পরিশোধকালে উৎসে কর কর্তনের প্রস্তাব করছি। এতে পুঁজিবাজারে বন্ডের লেনদেন বৃদ্ধি পাবে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস