News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ৯ জুন ২০২০
আপডেট: ০৪:২২, ১১ জুন ২০২০

ডিএসইতে সূচক উত্থান মন্দা লেনদেন

ডিএসইতে সূচক উত্থান মন্দা লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে।  এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই ধরনের বাদে বাকী সূচকগুলোতে পতনে লেনদেন শেষ হয়েছে।

এসময় উভয় স্টকের লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। তবে অপর সিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

মঙ্গলবার উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭১ লাখ টাকা। যা আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১০৬ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৫টির, কমেছে ১৮টির এবং পরিবর্তন হয়নি ২৩৮টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৬২ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ২৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৯ দশমিক ১৫ পয়েন্টে ও ৯১৭ দশমিক ৭৮ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, এসিআই, সিলভা ফার্মা,  এক্সিম ব্যাংক, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, সেন্ট্রাল ফার্মা, গ্রামীন ফোন।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ৭৩ কোটি ১৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৪ দশমিক ৮১ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৩ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮১২ দশমিক ৯৫ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট ও সিএসআই সূচক দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮০৮ দশমিক ৮১ পয়েন্টে ও ৯ হাজার ৯১৭ দশমিক ৭০ পয়েন্টে ও ৭২৬ দশমিক ৮৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১১টির এবং কোন পরিবর্তন হয়নি ৬৩টি কোম্পানির শেয়ার দর।

নিউজবাংলাদেশ.কম/এনডি/এএমজেড

সর্বশেষ

পাঠকপ্রিয়