News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ৯ জুন ২০২০
আপডেট: ০৪:২২, ১১ জুন ২০২০

করমুক্ত আয়সীমা বাড়ানো ও তালিকাভুক্ত করহার কমানোর দাবি সিএসইর

করমুক্ত আয়সীমা বাড়ানো ও তালিকাভুক্ত করহার কমানোর দাবি সিএসইর

আসন্ন অর্থবছরের (২০২০-২০২১) বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার ২০ শতাংশ করার দাবি করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। একই সঙ্গে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত সাড়ে তিন লাখ টাকা করার দাবি জানান তিনি।
মঙ্গলবার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তালিকাভুক্ত কোম্পানির করহার কমানো হলে অতালিকাভুক্ত কোম্পানি পুঁজিবাজারে আসতে অনুপ্রাণিত হবে জানিয়ে সিএসইর চেয়ারম্যান তালিকাভুক্ত কোম্পানির করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার পাশাপাশি ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ করার দাবি করেছেন।
ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা এবং এসএমই কোম্পানির প্রথম তিন বছরের জন্য করহার শূন্য করে দেয়া ও পরবর্তীতে শতকরা ১৫ ভাগ হারে কর কাটার দাবি করেন।
এছাড়া চাকরির নিরাপত্তার জন্য ম্যনুফ্যাকচারিং খাতে কিছু ইনসেনটিভ এবং ট্যাক্স কনসেশনের ব্যবস্থা করার দাবি করেছেন আসিফ ইব্রাহিম।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়