করোনার মধ্যেই বুধবার শুরু হবে বাজেট অধিবেশন
করোনা মহামারির মধ্যেই শুরু হতে যাচ্ছে এবারের বাজেট অধিবেশন। বুধবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে এই বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একাদশ সংসদের ৮ম অধিবেশন বা বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ এলাকায় উৎকণ্ঠা তৈরি হয়েছে। এরই মধ্যে সংসদে কর্মরত ৪৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে অন্যরা রয়েছেন শঙ্কায়। কাজেই থমথমে পরিস্থিতির মধ্যে শুরু হচ্ছে বাজেট অধিবেশন।
করোনা সংক্রমণ প্রতিরোধ ও বিশেষ নিরাপত্তায় এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে। একইভাবে অন্যদের আসন ফাঁকা রাখা হবে। সংসদে যোগদানকারী সংসদ সদস্যদের অবশ্যই স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। সাড়ে ৩০০ সংসদ সদস্যের মধ্যে তালিকা করে মাত্র ২৫ থেকে ২৭ শতাংশ সাংসদকে বাজেট অধিবেশনে যোগদান সুযোগ দেয়া হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এবারে সংসদে বসে বাজেট অধিবেশন কভার করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে গণমাধ্যমকর্মীরা। বাজেটে আসার আমন্ত্রণ পাচ্ছেন না বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে এবার বাজেট অধিবেশন হবে সংক্ষিপ্ত। মাত্র ১২ কার্যদিবস চলবে এবারের অধিবেশন। বুধবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত। ২৯ জুন সোমবার বাজেটের ওপর সমাপনী আলোচনা হতে পারে। ওইদিনই পাস হবে অর্থবিল। ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।
এবারের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৫৬ হাজার ৯৭৮ কোটি টাকা।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ