স্বাস্থ্যখাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ চান অর্থনীতি সমিতি সভাপতি
গ্রাম পর্যায়সহ দেশের ৮২ ভাগ মানুষের কাছে করোনার সেবা পৌঁছায়নি। যাও পেয়েছে তা দায়সারা কাজ। এ মুহূর্তে শক্তিশালী স্বাস্থ্য সেবা জরুরি। কিন্তু আমাদের স্বাস্থ্য সেবা খুবই নাজুক অবস্থা। এ থেকে উত্তোরণে স্বাস্থ্য খাতের জন্য আসন্ন (২০২০-২০২১) অর্থবছরের জাতীয় বাজাটে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দরকার।
সোমবার করোনার মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে ২০২০-২১ অর্থবছরের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা শীর্ষক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত।
সংবাদ সম্মেলনের শুরুতেই করোনায় মৃত্যুবরণকারীদের প্রতি শোক জানানো হয়।
আবুল বারকাত বলেন, করোনায় বাংলাদেশসহ সারাবিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা দেশের মানুষের জীবন ও জীবিকাকে ব্যাহত করেছে। কর্মহীনতা ও দারিদ্রতা বেড়েছে। তাই আগামী বাজেট হবে করোনা থেকে মুক্তির বাজেট। দেশের আয় ও সম্পদ বৈষম্য দূর করতে হবে।
আইএমএফের মতে, করোনায় বিশ্বের ৫০ ভাগ মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে উল্লেখ করে তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরের সংকোচনমূলক বাজেট চাই না, চাই সম্প্রসারণমূলক বাজেট। সংবাদ সম্মেলনে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন আহমেদসহ সংগঠনের সদস্যরা।
নিউজবাংলাদেশ.কম/এএমজেড/এনডি