News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ৮ জুন ২০২০
আপডেট: ০৪:২০, ১১ জুন ২০২০

পুঁজিবাজারে সব ধরনের সূচক পতন

পুঁজিবাজারে সব ধরনের সূচক পতন

করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি কারনে ৬৬ দিন বন্ধ থাকার পর গত সপ্তাহের রোববার লেনদেনে পুঁজিবাজারের সবধরনের সূচক উত্থান হলেও তার পরের চার কার্যদিবস তা পতনে নেমে এসেছে। এরপর এ সপ্তাহে গত রোববার আবারো সূচকের উত্থান হলেও সোমাবর ফের পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। 

এসময় উভয় স্টকের লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

সোমবার উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, সোমবার আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১০৬ কোটি টাকা। যা আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৭০ কোটি ২ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১২টির, কমেছে ২৪টির এবং পরিবর্তন হয়নি ২৪৭টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৫৬ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক শূন্য ৮ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৪ দশমিক ৯০ পয়েন্টে ও ৯১৭ দশমিক ৪২ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, রেকিট বেনকিজার, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড, রেকিট বেনকিজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজিস, দেশ গার্মেন্টস, পূবালী ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এগ্রিকালচার মার্কেটিং (প্রাণ), ন্যাশনাল টি, এমবী ফার্মা।

অন্যদিকে দর কমার শীর্ষ কোম্পানি হলো- এসিআই ফরমুলেশন্স, এক্সিম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, একমি ল্যাব, সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো সিনথেটিক, এসিআই, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ১ কোটি ৫১ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল  ৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক শূন্য ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৯ দশমিক ৬৯ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৫৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮০৮ দশমিক ৪৩ পয়েন্টে, ৯ হাজার ৯০৩ দশমিক ৭০ পয়েন্টে, ৬ হাজার ৮১৬ দশমিক শূন্য ৮ পয়েন্টে ও ৭২৬ দশমিক ৪৬ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ১৬টির এবং কোন পরিবর্তন হয়নি ৬৫টি কোম্পানির শেয়ার দর।

 

নিউজবাংলাদেশ.কম/এএমজেড/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়