News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৪, ৭ জুন ২০২০
আপডেট: ০৪:২০, ১০ জুন ২০২০

নগদ লভ্যাংশ বিতরণ স্থগিতাদেশ প্রত্যাহার

নগদ লভ্যাংশ বিতরণ স্থগিতাদেশ প্রত্যাহার

ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ বিতরণের আগের সিদ্ধান্ত থেকে আংশিক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে ব্যাংকগুলো ৩০ সেপ্টেম্বরের আগে ব্যক্তিশ্রেণির (স্থানীয় ও বিদেশি) বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবে বলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলো ২০১৯ সালের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ আগামী ৩০ সেপ্টেম্বরের আগে শুধুমাত্র ব্যক্তিশ্রেণির (স্থানীয় ও বিদেশি) বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে পারবে।

এর আগে গত ১ জুন এক সৌজন্য সাক্ষাতে আগামী ৩০ সেপ্টেম্বরের আগে ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ প্রদানের নিষেধাজ্ঞা নিয়ে বিএসইসি চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন। 

তিনি ব্যাংকের ঘোষিত লভ্যাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীদের দ্রুত পাওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য গভর্নরকে অনুরোধ করেন। এর আলোকে গভর্নর বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১১ মে ব্যাংকগুলো আগামী ৩০ সেপ্টেম্বরের নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নিউজবাংলাদেশ.কম/এএমজেড/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়