করোনায় জিডিপি প্রবৃদ্ধি ২.৫ শতাংশ খারাপ না
মহামারি করোনাভাইরাসের পার্দুভাব কারনে আমরা যদি চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ অর্জন করতে পারি, তাহলে তা যথেষ্ট খারাপ না বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার আয়োজিত এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এ অভিমত তুলে ধরেন। এসময় বিদায়ী (২০১৯-২০২০) অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থান এবং বাজেটের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম।
আলোচনার মূল প্রতিবেদন তুলে ধরে প্রতিষ্ঠানটির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, গত কয়েক বছর ধরে বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যে থাকতে দেখেছি। কিন্তু এবারের বাজেটে এই ঘাটতি আরও বেশি থাকবে। কারণ দেশে হঠাৎ করে বিশেষ পরিস্থিতি চলছে। এই অবস্থায় পাঁচটি খাত সরাসরি বড় অসুবিধায় পড়েছে।
আরও বলেন, জিডিপিতে ১৫টি খাত থাকে। নিঃসন্দেহে অনেক খাতই বড় ধরনের ক্ষতিতে পড়েছে। কিছু খাত যেমন কৃষিতে ওইভাবে প্রভাবিত হয়নি। কৃষির উৎপাদন মোটামুটি ভালো হয়েছে। ম্যানুফ্যাকচারিং ও কন্সট্রাকশন খাত প্রত্যক্ষভাবে বড় সমস্যায় পড়েছে এবং হোটেল-রেস্টুরেন্ট ও পরিবহন দীর্ঘদিন বন্ধ থাকায় জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমরা যদি ধরে নিই অর্থবছরের বাকি যে সময় আছে তাতে ভালো প্রবৃদ্ধি হবে তারপরও প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশের বেশি হতে পারবে না।
তিনি বলেন, আমরা যদি ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারি, তাহলে তা যথেষ্ট খারাপ না। বিশ্বের অনেক দেশ এই সময়ে নেতিবাচক প্রবৃদ্ধিতে চলে গেছে। আমাদের পাশের দেশ ভারতে এই ধরনের আশঙ্কা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ